ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দাকোপে দলিত সম্প্রদায়ের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত

  • রহমত আলী
  • আপডেট সময় : ০৭:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ২০৬ খবরটি দেখা হয়েছে

দাকোপের কৈলাশগঞ্জে দলিত সম্প্রদায়ের আয়োজনে রনজিৎ মন্ডলের পুত্র সুরঞ্জিত মন্ডল (প্যারিস) এর অবৈধ অর্থ ক্ষমতার দাপটে এলাকার নিরীহ ব্যক্তি ও কুকর্মের বিরোধীদের পলিচির মাধ্যমে হয়রানির প্রতিবাদে ১২ ই অক্টোবর বিকাল ৪ ঘটিকায় কৈলাশগঞ্জের ত্রিমোহনী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কৈলাশগঞ্জ ইউপি সদস্য সুখেন্দু রপ্তান বুলু, ইউপি সদস্য অমিত রায়, তাপস মহোলদার, জীবন সরকার, বিষ্ণু দাস, ব্রজেন দাস,পন্ডিত দাস,সারথি দাস, সীমা বিশ্বাস, আকাশ দাস, দীপালি দাস, শিবু দাম, সারথী দাস, সুবোধ দাস,পূন্নী দাস, কৃষ্ণ দাস, কাবিল গাজী, রীনা দাস, ছোট শিবু সহ এলাকার শত শত নারী পুরুষ।
বক্তারা তাদের বক্তব্য বলেন এই সুরঞ্জিত মন্ডল কিছু অর্থের মালিক হয়ে সাধারণ মানুষদের হয়রানি করছে , আমরা এর হয়রানির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছি, ও কোথায় পাচ্ছে এই ক্ষমতার দাপট, প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি যাহাতে এই সুরঞ্জিত মন্ডল থেকে আমরা এলাকাবাসী রক্ষা পেতে পারি।

খুলনার দাকোপে বাধ ভেঙে পানি ঢুকছে লোকলয়ে

দাকোপে দলিত সম্প্রদায়ের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

দাকোপের কৈলাশগঞ্জে দলিত সম্প্রদায়ের আয়োজনে রনজিৎ মন্ডলের পুত্র সুরঞ্জিত মন্ডল (প্যারিস) এর অবৈধ অর্থ ক্ষমতার দাপটে এলাকার নিরীহ ব্যক্তি ও কুকর্মের বিরোধীদের পলিচির মাধ্যমে হয়রানির প্রতিবাদে ১২ ই অক্টোবর বিকাল ৪ ঘটিকায় কৈলাশগঞ্জের ত্রিমোহনী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কৈলাশগঞ্জ ইউপি সদস্য সুখেন্দু রপ্তান বুলু, ইউপি সদস্য অমিত রায়, তাপস মহোলদার, জীবন সরকার, বিষ্ণু দাস, ব্রজেন দাস,পন্ডিত দাস,সারথি দাস, সীমা বিশ্বাস, আকাশ দাস, দীপালি দাস, শিবু দাম, সারথী দাস, সুবোধ দাস,পূন্নী দাস, কৃষ্ণ দাস, কাবিল গাজী, রীনা দাস, ছোট শিবু সহ এলাকার শত শত নারী পুরুষ।
বক্তারা তাদের বক্তব্য বলেন এই সুরঞ্জিত মন্ডল কিছু অর্থের মালিক হয়ে সাধারণ মানুষদের হয়রানি করছে , আমরা এর হয়রানির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছি, ও কোথায় পাচ্ছে এই ক্ষমতার দাপট, প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি যাহাতে এই সুরঞ্জিত মন্ডল থেকে আমরা এলাকাবাসী রক্ষা পেতে পারি।