ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আজ কবি কে এম সফর আলীর জন্মদিন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১০৮ খবরটি দেখা হয়েছে

কে এম সফর আলী- কবি,সম্পাদক, সংগঠক,সাহিত্য সংস্কৃতির নিবেদিত প্রাণ।

কে এম সফর আলী দেশের অন্যতম সাহিত্য সংগঠন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, এছাড়াও তিনি বহু আলোচিত দুই বাংলার শত লেখকের সমস্বপ্ন কাব্য গ্রন্থের সম্পাদক ,তাঁর সম্পাদিত অন্যান্য যৌথ কাব্যগ্রন্থগুলো হচ্ছে, অপরাজয়ে বাংলা, স্বাধীন বাংলা কাব্য সমাহার, কৃষি ও কৃষক, কবিতার মর্মকথা, আঁধার শেষে আলো, তিতাস ডাঙা,রক্ত নদীর বাঁকে, আগামী ২১শে জাতীয় গ্রন্থমেলা ২০২৩ শেষ আসছে পানকৌড়ির তীরে কাব্যগ্রন্থ।

কে এম সফর আলীর একক কাব্য গ্রন্থ ফাগুনের শঙ্খচিল, মায়ের চোখে ৭১, এছাড়াও অসংখ্য যৌথ কাব্য গ্রন্থে উনার লিখা প্রকাশ হয়েছে।

প্রকৃতিপ্রেমী ও মরমীধারার লেখক কে এম সফর আলী জীবনের শুরু থেকেই নানা অভিজ্ঞতার আলোকে লেখালিখির জগতে বিচরণ করছেন।কে এম সফর আলী বর্তমান সময়ের আলোচিত একজন লেখক। একাধারে লিখে যাচ্ছেন কবিতা। তাঁর লেখনীর মাধ্যমে যেন ফুটে উঠে স্বদেশ প্রেমের হাতছানি। সম্প্রতি স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ নামে সাহিত্য চর্চার একটা স্বচ্ছ প্ল্যাটফর্ম তৈরি তাঁর সাহিত্য জীবনের একটি যুগান্তকারী পদক্ষেপ। সম্প্রতি কবির দেখা ইতিহাস ঐতিহ্য, মানবিকতা,ভয়, স্মৃতি-বিস্মৃতি,অনন্ত প্রেম, পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব, জীবনের দোষের স্বীকারোক্তি পুঁজি করে নির্মাণ করছেন একক কাব্যগ্রন্থ ফাগুনের শঙ্খচিল সহ অসংখ্য যৌথ কাব্য গ্রন্থ।

সাহিত্য সৃষ্টি কল্পে কবি কে এম সফর আলী পেয়েছেন অসংখ্য একাডেমী পুরস্কার।

জন্ম কবি কে এম সফর আলী র ১৮ সেপ্টেম্বর ১৯৮৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়িলাপাং গ্রামে জন্মগ্রহণ করেন।

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

আজ কবি কে এম সফর আলীর জন্মদিন

আপডেট সময় : ১২:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

কে এম সফর আলী- কবি,সম্পাদক, সংগঠক,সাহিত্য সংস্কৃতির নিবেদিত প্রাণ।

কে এম সফর আলী দেশের অন্যতম সাহিত্য সংগঠন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, এছাড়াও তিনি বহু আলোচিত দুই বাংলার শত লেখকের সমস্বপ্ন কাব্য গ্রন্থের সম্পাদক ,তাঁর সম্পাদিত অন্যান্য যৌথ কাব্যগ্রন্থগুলো হচ্ছে, অপরাজয়ে বাংলা, স্বাধীন বাংলা কাব্য সমাহার, কৃষি ও কৃষক, কবিতার মর্মকথা, আঁধার শেষে আলো, তিতাস ডাঙা,রক্ত নদীর বাঁকে, আগামী ২১শে জাতীয় গ্রন্থমেলা ২০২৩ শেষ আসছে পানকৌড়ির তীরে কাব্যগ্রন্থ।

কে এম সফর আলীর একক কাব্য গ্রন্থ ফাগুনের শঙ্খচিল, মায়ের চোখে ৭১, এছাড়াও অসংখ্য যৌথ কাব্য গ্রন্থে উনার লিখা প্রকাশ হয়েছে।

প্রকৃতিপ্রেমী ও মরমীধারার লেখক কে এম সফর আলী জীবনের শুরু থেকেই নানা অভিজ্ঞতার আলোকে লেখালিখির জগতে বিচরণ করছেন।কে এম সফর আলী বর্তমান সময়ের আলোচিত একজন লেখক। একাধারে লিখে যাচ্ছেন কবিতা। তাঁর লেখনীর মাধ্যমে যেন ফুটে উঠে স্বদেশ প্রেমের হাতছানি। সম্প্রতি স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ নামে সাহিত্য চর্চার একটা স্বচ্ছ প্ল্যাটফর্ম তৈরি তাঁর সাহিত্য জীবনের একটি যুগান্তকারী পদক্ষেপ। সম্প্রতি কবির দেখা ইতিহাস ঐতিহ্য, মানবিকতা,ভয়, স্মৃতি-বিস্মৃতি,অনন্ত প্রেম, পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব, জীবনের দোষের স্বীকারোক্তি পুঁজি করে নির্মাণ করছেন একক কাব্যগ্রন্থ ফাগুনের শঙ্খচিল সহ অসংখ্য যৌথ কাব্য গ্রন্থ।

সাহিত্য সৃষ্টি কল্পে কবি কে এম সফর আলী পেয়েছেন অসংখ্য একাডেমী পুরস্কার।

জন্ম কবি কে এম সফর আলী র ১৮ সেপ্টেম্বর ১৯৮৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়িলাপাং গ্রামে জন্মগ্রহণ করেন।