ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু,২৯৩ জন নতুন রোগী ভর্তি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • ৭৮ খবরটি দেখা হয়েছে

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জালাল বেপারী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি বছরে বরিশাল বিভাগে এ নিয়ে ৪ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো তথ্যে বিষয়টি জানা গেছে।

জালালের স্বজন রঞ্জুয়ারা বেগম জানান, কয়েকদিন ধরেই প্রচণ্ড জ্বরে ভুগছিলেন জালাল।

জ্বরের সঙ্গে অনেক বমি করেছেন। শরীরে কোনো শক্তি ছিল না। গতকাল (২৪ জুলাই) শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ভর্তি হন ৭৩ জন। এছাড়া মঙ্গলবার পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে সব মিলিয়ে ৩ হাজার ৭৩২ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯২৬ জন।

ট্যাগ :

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু,২৯৩ জন নতুন রোগী ভর্তি

আপডেট সময় : ১০:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জালাল বেপারী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি বছরে বরিশাল বিভাগে এ নিয়ে ৪ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো তথ্যে বিষয়টি জানা গেছে।

জালালের স্বজন রঞ্জুয়ারা বেগম জানান, কয়েকদিন ধরেই প্রচণ্ড জ্বরে ভুগছিলেন জালাল।

জ্বরের সঙ্গে অনেক বমি করেছেন। শরীরে কোনো শক্তি ছিল না। গতকাল (২৪ জুলাই) শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ভর্তি হন ৭৩ জন। এছাড়া মঙ্গলবার পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে সব মিলিয়ে ৩ হাজার ৭৩২ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯২৬ জন।