ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

১৪৬ রানেই থামলো আফগানিস্তানের ১ম ইনিংস

  • ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ৯২ খবরটি দেখা হয়েছে

মিরাজকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে মিস করে গেলেন করিম জানাত। হলেন স্টাম্পিং। মিরাজের এটি ১৫০তম টেস্ট উইকেট। ১৪৬ রানেই শেষ হলো আফগানিস্তানের প্রথম ইনিংস। ফলো-অনে পড়েছে তারা। তবে তাদের ফলো-অন লিটন করাবেন কি না, প্রশ্ন সেটিই।

তাইজুল ইসলামের দারুণ বোলিং। নিজাত মাসুদ বাধ্য হলেন অনেকটা আগবাড়িয়ে ডিফেন্ড করতে গিয়ে। তাতে যে ক্যাচ উঠল, সিলি পয়েন্টে জাকির হাসান নিলেন ভালোভাবে। ১৬ বল খেলে কোনো রান না করেই ফিরে যেতে হলো নিজাতকে। ফলো-অনের দিকে আরেকটু এগিয়ে গেল নবম উইকেট হারিয়ে ফেলা আফগানিস্তান।

সকালের সেশনে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানের মধ্যেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানের কাছে এখন সেটিকেই মনে হচ্ছে বেশ দূরের পথ। চা-বিরতিতে আফগানরা গেছে ৮ উইকেটে ১৪৪ রান হারিয়ে। ফলো-অন এড়াতে এখনো তাদের প্রয়োজন ৩৯ রান।

প্রথম সেশনে পড়েছিল ৮ উইকেট, এবার পড়ল ৫ উইকেট। তবে এবার ৫টিই আফগানিস্তানের উইকেট। সেশনের শুরুর দিকেই হাশতমতউল্লাহ শহীদি ফিরেছিলেন। এরপর নাসির জামাল ও আফসার জাজাই জুটি গড়েন। সে জুটি আশা দেখাচ্ছিল আফগানিস্তানকে। কিন্তু ৬৫ রানেই থামে সেটি। এরপর আফগানিস্তান ইনিংসে আবার নামে ধস। ২৪ রানের মধ্যেই ৪ উইকেট হারায় তারা।

ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলার ইবাদত হোসেন। শর্ট বলের ব্যবহার দারুণভাবে করেছেন এ পেসার। লাইন-লেংথও ছিল দারুণ। ৪ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া শরীফুল ইসলামের সঙ্গে সফল হয়েছেন দুই স্পিনার মিরাজ ও তাইজুলও। তবে দিনটা এখন পর্যন্ত সুবিধার যায়নি তাসকিন আহমেদের।

বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে। তবে দারুণ ক্যাচও নিয়েছেন মুমিনুল-জাকিররা। সব মিলিয়ে বাংলাদেশের জন্য দারুণ ইতিবাচক সেশন।

ট্যাগ :

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

১৪৬ রানেই থামলো আফগানিস্তানের ১ম ইনিংস

আপডেট সময় : ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

মিরাজকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে মিস করে গেলেন করিম জানাত। হলেন স্টাম্পিং। মিরাজের এটি ১৫০তম টেস্ট উইকেট। ১৪৬ রানেই শেষ হলো আফগানিস্তানের প্রথম ইনিংস। ফলো-অনে পড়েছে তারা। তবে তাদের ফলো-অন লিটন করাবেন কি না, প্রশ্ন সেটিই।

তাইজুল ইসলামের দারুণ বোলিং। নিজাত মাসুদ বাধ্য হলেন অনেকটা আগবাড়িয়ে ডিফেন্ড করতে গিয়ে। তাতে যে ক্যাচ উঠল, সিলি পয়েন্টে জাকির হাসান নিলেন ভালোভাবে। ১৬ বল খেলে কোনো রান না করেই ফিরে যেতে হলো নিজাতকে। ফলো-অনের দিকে আরেকটু এগিয়ে গেল নবম উইকেট হারিয়ে ফেলা আফগানিস্তান।

সকালের সেশনে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানের মধ্যেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানের কাছে এখন সেটিকেই মনে হচ্ছে বেশ দূরের পথ। চা-বিরতিতে আফগানরা গেছে ৮ উইকেটে ১৪৪ রান হারিয়ে। ফলো-অন এড়াতে এখনো তাদের প্রয়োজন ৩৯ রান।

প্রথম সেশনে পড়েছিল ৮ উইকেট, এবার পড়ল ৫ উইকেট। তবে এবার ৫টিই আফগানিস্তানের উইকেট। সেশনের শুরুর দিকেই হাশতমতউল্লাহ শহীদি ফিরেছিলেন। এরপর নাসির জামাল ও আফসার জাজাই জুটি গড়েন। সে জুটি আশা দেখাচ্ছিল আফগানিস্তানকে। কিন্তু ৬৫ রানেই থামে সেটি। এরপর আফগানিস্তান ইনিংসে আবার নামে ধস। ২৪ রানের মধ্যেই ৪ উইকেট হারায় তারা।

ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলার ইবাদত হোসেন। শর্ট বলের ব্যবহার দারুণভাবে করেছেন এ পেসার। লাইন-লেংথও ছিল দারুণ। ৪ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া শরীফুল ইসলামের সঙ্গে সফল হয়েছেন দুই স্পিনার মিরাজ ও তাইজুলও। তবে দিনটা এখন পর্যন্ত সুবিধার যায়নি তাসকিন আহমেদের।

বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে। তবে দারুণ ক্যাচও নিয়েছেন মুমিনুল-জাকিররা। সব মিলিয়ে বাংলাদেশের জন্য দারুণ ইতিবাচক সেশন।