ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শ্রী শ্রী ঠাকুর অনুকুলচদ্রর ১৩৬তম শুভ আবির্ভাব মহাউৎসব অনুষ্ঠিত

  • হিমাদ্রী সরদার
  • আপডেট সময় : ১০:৫০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • ১০০ খবরটি দেখা হয়েছে


দাকোপের বাজুয়া সাহাপাড়ায় পুণ্য তালনবমী তিথিতে যুগ পুরুষত্তম, পরম প্রেমময় ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ ১৩৬ তম আবির্ভাব মহাউৎসব উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চদ্র সৎসঙ্গ বাজুয়া শাখা কতৃক আয়োজিত ২৩ সেপ্টম্বর শনিবার সকাল ৯ ঘটিকায় এক র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি বাজুয়া সাহাপাড়া, চুনকুড়ি বাঁধ, চড়ার বাঁধ ও খুটাখালী বাজার সহ বিভিন সড়ক প্রদক্ষিন করে সাহা পাড়া মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, প্রাক্তন বাজুয়া ইউপি চেয়ারম্যান দেব প্রসাদ গাইন, কানু সাহা, অচিন্ত্য সাহা, অরবিদু রায়, মলয় সাহা বাবলু সাহা,পার্থ সাহা, প্রশান্ত রায়, উত্তম সাহা, পাপ্পু সাহা, সৌমেন দত্ত মিঠু, গৌতম সাহা, গোবিন্দ সাহা, বনমালি মন্ডল, প্রান্ত সাহা,

নিতু সাহা, মিনতী সাহা, বুলু রায়, চায়না সাহা, মালা সাহা, পূর্ণিমা সাহা,মিনতি সাহা, অনামিকা গাইন,তাপসী সাহা,কৃষ্ণা সাহা, লিপা সাহা, কাঞ্চন মন্ডল, ঝরনা বিশ্বাস, শ্যামলী সাহা, কবিতা সাহা, মিতা সাহা, আলো সাহা, শিল্পি সাহা, মৌসুমি সাহা, প্রিয়াংকা সাহা, বষ্টি সাহা,পুষ্প দাস, কাকলি রায়, সবিতা বিশ্বাস, অসীমা সাহা, অর্নবী সাহা, নদী বিশ্বাস,অর্চনা রায়, কাজল রায়, শিখা সরদার, ঝরনা প্রামাণ্য, কাজল প্রামাণ্য, পূনীমা রায় সহ বিভিন্ন এলাকা থেকে আগত শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের শত শত ভক্তবৃন্দগন । দুপুরে মদির প্রঙ্গন খিচুড়ি প্রসাদ বিতারন এবং বিকালে কিশোর কিশোরী মেলা ও সন্ধ্যায় সন্ধ্যা আরতী প্রার্থনা, ধর্মীয় আলাচনা এবং প্রসাদ বিতারনের মাধ্যম অনুষ্ঠানটি শেষ হয়।

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

শ্রী শ্রী ঠাকুর অনুকুলচদ্রর ১৩৬তম শুভ আবির্ভাব মহাউৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩


দাকোপের বাজুয়া সাহাপাড়ায় পুণ্য তালনবমী তিথিতে যুগ পুরুষত্তম, পরম প্রেমময় ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ ১৩৬ তম আবির্ভাব মহাউৎসব উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চদ্র সৎসঙ্গ বাজুয়া শাখা কতৃক আয়োজিত ২৩ সেপ্টম্বর শনিবার সকাল ৯ ঘটিকায় এক র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি বাজুয়া সাহাপাড়া, চুনকুড়ি বাঁধ, চড়ার বাঁধ ও খুটাখালী বাজার সহ বিভিন সড়ক প্রদক্ষিন করে সাহা পাড়া মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, প্রাক্তন বাজুয়া ইউপি চেয়ারম্যান দেব প্রসাদ গাইন, কানু সাহা, অচিন্ত্য সাহা, অরবিদু রায়, মলয় সাহা বাবলু সাহা,পার্থ সাহা, প্রশান্ত রায়, উত্তম সাহা, পাপ্পু সাহা, সৌমেন দত্ত মিঠু, গৌতম সাহা, গোবিন্দ সাহা, বনমালি মন্ডল, প্রান্ত সাহা,

নিতু সাহা, মিনতী সাহা, বুলু রায়, চায়না সাহা, মালা সাহা, পূর্ণিমা সাহা,মিনতি সাহা, অনামিকা গাইন,তাপসী সাহা,কৃষ্ণা সাহা, লিপা সাহা, কাঞ্চন মন্ডল, ঝরনা বিশ্বাস, শ্যামলী সাহা, কবিতা সাহা, মিতা সাহা, আলো সাহা, শিল্পি সাহা, মৌসুমি সাহা, প্রিয়াংকা সাহা, বষ্টি সাহা,পুষ্প দাস, কাকলি রায়, সবিতা বিশ্বাস, অসীমা সাহা, অর্নবী সাহা, নদী বিশ্বাস,অর্চনা রায়, কাজল রায়, শিখা সরদার, ঝরনা প্রামাণ্য, কাজল প্রামাণ্য, পূনীমা রায় সহ বিভিন্ন এলাকা থেকে আগত শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের শত শত ভক্তবৃন্দগন । দুপুরে মদির প্রঙ্গন খিচুড়ি প্রসাদ বিতারন এবং বিকালে কিশোর কিশোরী মেলা ও সন্ধ্যায় সন্ধ্যা আরতী প্রার্থনা, ধর্মীয় আলাচনা এবং প্রসাদ বিতারনের মাধ্যম অনুষ্ঠানটি শেষ হয়।