ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শৈত্য ও সত্য প্রবাহ- এম সাফায়েত হোসেন

  • এম,সাফায়েত হোসেন
  • আপডেট সময় : ১০:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • ১০৯ খবরটি দেখা হয়েছে


সত্যপ্রবাহ দূরে যায় শৈত্য প্রবাহের তোড়ে
কষ্টজমা বরফে হাঁটু জল হৈমবালার ঘরে।
জীর্ণশীর্ণ বিবেকঘরে বরফ গলা জল
মূল্যবোধের চোখগুলো ঘন কুয়াশায় টলমল।

রহিমা বিবির খুপরি ঘরে শৈত্য প্রবাহের নিত্য আসা-যাওয়া
রেলস্টেশনে বকুলী বেগমদের আব্রু লোটে দুষ্ট হাওয়া।
তাদের খবর ঠাওর হয় নেট দুনিয়া।
কিছু কম্বলের ফটোসেশনে জনপ্রিয় হয় নেতা,
কসম খোদার সুযোগ পেলে সংসদে হবে কথা।

উষ্ণ কাপড়ের অভাবে উত্তরের মানুষ শীতে কাঁপে ঠকঠক,
তাদের ভাগ্যবদলের জন্য পশ্চিমে বসেছে বৈঠক।

বৈঠকী কথার ফুলঝুরিতে মিডিয়াপাড়া সয়লাব,
এবার হয়তো হবে না নেতার কোন প্রতিশ্রুতির বরখেলাপ।

হিমশৈলের কঠোরতা ভেঙ্গে বয়ে যাবে
ভালোবাসার বরফ গলা নদী,
আমরাও আঁজলা ভরে উষ্ণতা বিলাবো মানুষ হতে পারি যদি।

শৈত্য প্রবাহ ঠেলে সত্য প্রবাহে ভেসে যাবে জনপদ, আমরাও একদিন মানুষ ছিলাম ঘুচে যাবে অপবাদ।

খুলনার দাকোপে বাধ ভেঙে পানি ঢুকছে লোকলয়ে

শৈত্য ও সত্য প্রবাহ- এম সাফায়েত হোসেন

আপডেট সময় : ১০:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪


সত্যপ্রবাহ দূরে যায় শৈত্য প্রবাহের তোড়ে
কষ্টজমা বরফে হাঁটু জল হৈমবালার ঘরে।
জীর্ণশীর্ণ বিবেকঘরে বরফ গলা জল
মূল্যবোধের চোখগুলো ঘন কুয়াশায় টলমল।

রহিমা বিবির খুপরি ঘরে শৈত্য প্রবাহের নিত্য আসা-যাওয়া
রেলস্টেশনে বকুলী বেগমদের আব্রু লোটে দুষ্ট হাওয়া।
তাদের খবর ঠাওর হয় নেট দুনিয়া।
কিছু কম্বলের ফটোসেশনে জনপ্রিয় হয় নেতা,
কসম খোদার সুযোগ পেলে সংসদে হবে কথা।

উষ্ণ কাপড়ের অভাবে উত্তরের মানুষ শীতে কাঁপে ঠকঠক,
তাদের ভাগ্যবদলের জন্য পশ্চিমে বসেছে বৈঠক।

বৈঠকী কথার ফুলঝুরিতে মিডিয়াপাড়া সয়লাব,
এবার হয়তো হবে না নেতার কোন প্রতিশ্রুতির বরখেলাপ।

হিমশৈলের কঠোরতা ভেঙ্গে বয়ে যাবে
ভালোবাসার বরফ গলা নদী,
আমরাও আঁজলা ভরে উষ্ণতা বিলাবো মানুষ হতে পারি যদি।

শৈত্য প্রবাহ ঠেলে সত্য প্রবাহে ভেসে যাবে জনপদ, আমরাও একদিন মানুষ ছিলাম ঘুচে যাবে অপবাদ।