ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাজেট থেকে বরিশালবাসী বঞ্চিত

  • ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • ৫৩ খবরটি দেখা হয়েছে

এবার সাত লক্ষ কোটি টাকার বাজেট পেশ হচ্ছে সংসদে।আমরা দেখতে চায় বরিশালে কেমন বাজেট দেয় সরকার।বরিশাল বার বার বাজেট থেকে বঞ্চিত হচ্ছে। বরিশালে তেমন কোন উন্নয়ন নেই। অথচ এখানে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা নির্বাচন করেন।তারা যদি উন্নয়ন করতে না পারে তবে কেন দলবেঁধে ভোট চাইতে আসেন।

তাদের যদি নূন্যতম লজ্জাবোধ থাকতো তাহলে ভোট চাইতে আসতো না।বরিশালে নারী সমাজ সব চাইতে অবহেলিত, তাদের মর্যাদা নেই। আমার স্বামী ইকবাল হোসেন তাপসকে লাঙ্গল মার্কায় ভোট দিলে বরিশালে কেউ অবহেলিত থাকবেনা।


৩১ মে ২০২৩ বুধবার সারাদিন বরিশাল জজকোর্ট ও নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ শেষে গণ মাধ্যমে এসব কথা বলেন।


এসময় আরো উপস্থিত থাকার বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এস এম ইমামুল হাসান শামীম, জাহিদুল ইসলাম মামুন, কামরুল হাসান ফারুক,নারী নেত্রী হাফিজা আক্তার রিমি, মেরিনা হাসান লামিয়া, মরিয়ম আক্তার, জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা এস এম রহমান পারভেজ, এডভোকেট এম এ জলিল প্রমুখ।


তিনি আরও বলেন, আপনার সাবধানে থাকবেন। প্রথমে ভয় দেখানোর চেষ্টা করবে।কালো টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে আর বলবে লাঙ্গলের ভোট নাই।তাদের এসব কথা বিশ্বাস করবেন না।তাদের কাছে জানতে চাইবেন বিগত ৫ বছর কোথায় ছিল।

চোরের মার বড় গলা তাদের কেন্দ্রীয় নেতারা বলছেন “বিশ্বাসঘাতকদের বিপক্ষে আমরা স্বোচ্চার থাকবো” তাদের (নৌকার) প্রার্থী বলছেন “বরিশাল নগরবাসী আর প্রতারণার শিকার হতে হবে না।”আমি প্রশ্ন করতে চায় বিগত দিনে ক্ষমতায় কারা ছিল?

আপনারা না আমরা।মিথ্যাচারের ভূয়া রাজনীতি বন্ধ করুন।ইনশাআল্লাহ আগামী ১২ জুন ব্যালটের মাধ্যমে বরিশালবাসী জবাব দেবে।

ট্যাগ :

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

বাজেট থেকে বরিশালবাসী বঞ্চিত

আপডেট সময় : ১২:৩৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

এবার সাত লক্ষ কোটি টাকার বাজেট পেশ হচ্ছে সংসদে।আমরা দেখতে চায় বরিশালে কেমন বাজেট দেয় সরকার।বরিশাল বার বার বাজেট থেকে বঞ্চিত হচ্ছে। বরিশালে তেমন কোন উন্নয়ন নেই। অথচ এখানে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা নির্বাচন করেন।তারা যদি উন্নয়ন করতে না পারে তবে কেন দলবেঁধে ভোট চাইতে আসেন।

তাদের যদি নূন্যতম লজ্জাবোধ থাকতো তাহলে ভোট চাইতে আসতো না।বরিশালে নারী সমাজ সব চাইতে অবহেলিত, তাদের মর্যাদা নেই। আমার স্বামী ইকবাল হোসেন তাপসকে লাঙ্গল মার্কায় ভোট দিলে বরিশালে কেউ অবহেলিত থাকবেনা।


৩১ মে ২০২৩ বুধবার সারাদিন বরিশাল জজকোর্ট ও নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ শেষে গণ মাধ্যমে এসব কথা বলেন।


এসময় আরো উপস্থিত থাকার বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এস এম ইমামুল হাসান শামীম, জাহিদুল ইসলাম মামুন, কামরুল হাসান ফারুক,নারী নেত্রী হাফিজা আক্তার রিমি, মেরিনা হাসান লামিয়া, মরিয়ম আক্তার, জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা এস এম রহমান পারভেজ, এডভোকেট এম এ জলিল প্রমুখ।


তিনি আরও বলেন, আপনার সাবধানে থাকবেন। প্রথমে ভয় দেখানোর চেষ্টা করবে।কালো টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে আর বলবে লাঙ্গলের ভোট নাই।তাদের এসব কথা বিশ্বাস করবেন না।তাদের কাছে জানতে চাইবেন বিগত ৫ বছর কোথায় ছিল।

চোরের মার বড় গলা তাদের কেন্দ্রীয় নেতারা বলছেন “বিশ্বাসঘাতকদের বিপক্ষে আমরা স্বোচ্চার থাকবো” তাদের (নৌকার) প্রার্থী বলছেন “বরিশাল নগরবাসী আর প্রতারণার শিকার হতে হবে না।”আমি প্রশ্ন করতে চায় বিগত দিনে ক্ষমতায় কারা ছিল?

আপনারা না আমরা।মিথ্যাচারের ভূয়া রাজনীতি বন্ধ করুন।ইনশাআল্লাহ আগামী ১২ জুন ব্যালটের মাধ্যমে বরিশালবাসী জবাব দেবে।