দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নে হীড বাংলাদেশ কতৃক আয়োজিত ১৮ ইং শনিবার
সেলাই প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন হীড বাংলাদেশ এর নিবার্হী পরিচালক আনোয়ার হোসেন, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,হীড বাংলাদেশ এর কোষাধ্যক্ষ শান্তুনু মমতাজ ,হীড বাংলাদেশ এর এডমিন ম্যানেজার আব্দুল সালাম, বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিশ্বজিত দে, খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রতন কুমার অধিকারী, হীড বাংলাদেশ পিপিইপিপি ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নকিবুল ইসলাম, পিপিইপিপি ইইউ প্রকল্পের কারিগরি কর্ম কর্তা পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্য সেবা আসাদুজ্জামান শুভ, বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মির্জা সাইফুল ইসলাম টুটুল, বাজুয়া ইউপি সদস্য উৎপল দাস, প্রোগ্রাম অফিসার লাইভলিহুড জগদীশ মন্ডল।
উক্ত উদ্বোধন শেষে হীড বাংলাদেশ পি পি ই পিপি-ই ইউ প্রকল্পের হত দরিদ্র সদস্যদের মাঝে হীড বাংলাদেশ এর নিবার্হী পরিচালক মহদোয় পাঁচ জনের মাঝে গাভী, পাঁচ জনের মাঝে ছাগল, পাঁচ জনের মাঝে মাছ বিতরন করা হয়। এছাড়া ২ জন অপুষ্ট শিশুর জন্য খাদ্য অনুদান দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রায় পাঁচ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরন বিতরণ এবং সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।