ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাউফলে ফোনে নকল রাখায় এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • ৮৮ খবরটি দেখা হয়েছে

পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে মোসা. বুশরা (১৮) নামের এক উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীকে স্মাট ফোনে নকল রাখার অপরাধে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২০ আগস্ট) বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে বাউফল সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

সূত্রে জানা গেছে, মোসা. বুশরা পরীক্ষা নীতিমালা উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করার সময় হল পরিদর্শক মো. নাজমুল কবিরের নজরে পড়েন। পরবর্তীতে তার ফোনের গ্যালারি চেক করলে কিছু প্রশ্নের উত্তরের ছবি পাওয়া যায়। এই অপরাধে তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে সুপারিশ করেন হল পরিদর্শক মো. নাজমুল কবির। অপরাধের সত্যতার প্রমাণ পেয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষ আবুল বশার তালুকদার পরীক্ষার্থী মোসা. বুশরাকে বহিষ্কার করেন। এই পরীক্ষার্থী এ বছর আগামী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন না।

ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বশার তালুকদার বলেন, পরীক্ষা চলাকালে স্মার্টফোনের মাধ্যমে নকল করার অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে।

আগামী বছর এই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড। মিটিং এর মাধ্যমে অপরাধের ধরন বুঝে বোর্ড এক বছর, দুই বছর অথবা আজীবন পরীক্ষায় অংশগ্রহণ না করতে দেয়ার শাস্তি দিতে পারে।

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

বাউফলে ফোনে নকল রাখায় এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ০৯:৩৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে মোসা. বুশরা (১৮) নামের এক উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীকে স্মাট ফোনে নকল রাখার অপরাধে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২০ আগস্ট) বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে বাউফল সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

সূত্রে জানা গেছে, মোসা. বুশরা পরীক্ষা নীতিমালা উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করার সময় হল পরিদর্শক মো. নাজমুল কবিরের নজরে পড়েন। পরবর্তীতে তার ফোনের গ্যালারি চেক করলে কিছু প্রশ্নের উত্তরের ছবি পাওয়া যায়। এই অপরাধে তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে সুপারিশ করেন হল পরিদর্শক মো. নাজমুল কবির। অপরাধের সত্যতার প্রমাণ পেয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষ আবুল বশার তালুকদার পরীক্ষার্থী মোসা. বুশরাকে বহিষ্কার করেন। এই পরীক্ষার্থী এ বছর আগামী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন না।

ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বশার তালুকদার বলেন, পরীক্ষা চলাকালে স্মার্টফোনের মাধ্যমে নকল করার অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে।

আগামী বছর এই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড। মিটিং এর মাধ্যমে অপরাধের ধরন বুঝে বোর্ড এক বছর, দুই বছর অথবা আজীবন পরীক্ষায় অংশগ্রহণ না করতে দেয়ার শাস্তি দিতে পারে।