ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক খালিদ মাহমুদ খালিদ গুরুতর আহত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ২৭ খবরটি দেখা হয়েছে

বরিশালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঢাকা শিশু হাসপাতালের উপ-পরিচালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকালে বাবুগঞ্জ উপজেলার সাত মাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-চিকিৎসক খালিদ মাহমুদ খালিদ (৫০) ও তার প্রাইভেটকার চালক মাগুড়ার গোড়ানাদ এলাকার বাসিন্দা হানিফ মল্লিকের ছেলে কামাল মল্লিক (৩৫)।

তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান শাহীন জানিয়েছেন। তিনি বলেন, খালিদ মাহমুদের পা ভেঙে গিয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত। বিকালে চিকিৎসক ও তার চালককে ঢাকা পাঠানো হয়েছে।’

এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, বরিশাল থেকে ঢাকাগামী ইমন পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারে থাকা চালক ও চিকিৎসক আহত হয়। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জনপ্রিয়

বরিশালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক খালিদ মাহমুদ খালিদ গুরুতর আহত

বরিশালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক খালিদ মাহমুদ খালিদ গুরুতর আহত

আপডেট সময় : ১০:২৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

বরিশালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঢাকা শিশু হাসপাতালের উপ-পরিচালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকালে বাবুগঞ্জ উপজেলার সাত মাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-চিকিৎসক খালিদ মাহমুদ খালিদ (৫০) ও তার প্রাইভেটকার চালক মাগুড়ার গোড়ানাদ এলাকার বাসিন্দা হানিফ মল্লিকের ছেলে কামাল মল্লিক (৩৫)।

তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান শাহীন জানিয়েছেন। তিনি বলেন, খালিদ মাহমুদের পা ভেঙে গিয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত। বিকালে চিকিৎসক ও তার চালককে ঢাকা পাঠানো হয়েছে।’

এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, বরিশাল থেকে ঢাকাগামী ইমন পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারে থাকা চালক ও চিকিৎসক আহত হয়। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।