ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফেঁসে গেছি অন্যায়ের আবরণে

ফেঁসে গেছি অন্যায়ের আবরণে
লেখক: কামরুল আহসান হাসান

আমরা ধামাচাপার নাটকে ফেঁসে গেছি,
ফেঁসে গেছি অন্যায়ের আবরণে।
ফেঁসে গেছি অনিয়ন্ত্রিত ক্ষমতার অপব্যবহার ও দাপটে।
ফেঁসে গেছি অন্যায়ভাবে সুবিধাভোগী মানুষের হিংস্রতায়।
ফেঁসে গেছি বেপরোয়া অমানুষের উগ্রতায়।

ফেঁসে গেছি মিথ্যা বাক্য ও আশ্বাসের বুলিতে।
ফেঁসে গেছি লোভী মানুষের শোষণে,
ফেঁসে গেছি আঘাতে আঘাতে নির্যাতন ও নিষ্পেষণে।
ফেঁসে গেছি আমরা শকুনের নজরে পড়ে,
ওরা আমাদের মানচিত্র গিলে খেতে চায়।
আজ সত্য ও ন্যায় বড় অসহায়!
মিথ্যা আজ বীরদর্পে বুক ফুলিয়ে হাটে।

ফেঁসে গেছি মরা বিবেকের হুংকারে,
চাটুকার ও তোষামোদির ছত্রছায়ায়।
আমরা শঙ্কিত, অপরাধীর ডালপালা গজানো দেখে।
কিন্তু আমরা জনগণ হতাশ নই, এ দেশ রক্তের বিনিময়ে গড়া স্বাধীনতা।
রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন যারা করতে পারে, তারা তা রক্ষাও করতে পারে।

ট্যাগ :

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

ফেঁসে গেছি অন্যায়ের আবরণে

আপডেট সময় : ১২:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

ফেঁসে গেছি অন্যায়ের আবরণে
লেখক: কামরুল আহসান হাসান

আমরা ধামাচাপার নাটকে ফেঁসে গেছি,
ফেঁসে গেছি অন্যায়ের আবরণে।
ফেঁসে গেছি অনিয়ন্ত্রিত ক্ষমতার অপব্যবহার ও দাপটে।
ফেঁসে গেছি অন্যায়ভাবে সুবিধাভোগী মানুষের হিংস্রতায়।
ফেঁসে গেছি বেপরোয়া অমানুষের উগ্রতায়।

ফেঁসে গেছি মিথ্যা বাক্য ও আশ্বাসের বুলিতে।
ফেঁসে গেছি লোভী মানুষের শোষণে,
ফেঁসে গেছি আঘাতে আঘাতে নির্যাতন ও নিষ্পেষণে।
ফেঁসে গেছি আমরা শকুনের নজরে পড়ে,
ওরা আমাদের মানচিত্র গিলে খেতে চায়।
আজ সত্য ও ন্যায় বড় অসহায়!
মিথ্যা আজ বীরদর্পে বুক ফুলিয়ে হাটে।

ফেঁসে গেছি মরা বিবেকের হুংকারে,
চাটুকার ও তোষামোদির ছত্রছায়ায়।
আমরা শঙ্কিত, অপরাধীর ডালপালা গজানো দেখে।
কিন্তু আমরা জনগণ হতাশ নই, এ দেশ রক্তের বিনিময়ে গড়া স্বাধীনতা।
রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন যারা করতে পারে, তারা তা রক্ষাও করতে পারে।