ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দাকোপ থানা পুলিশের অভিযানে তক্ষক সাপ সহ আটক ১ জন

  • হিমাদ্রী সরদার
  • আপডেট সময় : ০২:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • ১৬০ খবরটি দেখা হয়েছে

দাকোপ উপজেলায় লাউডোব পশ্চিম পাড়া গ্রাম থেকে থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসাপ বিক্রির সময় হাতে নাতে ১ জন আটক। অতপর সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য পালাতক রয়েছে।

দাকোপ থানা পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮জুলাই দিবাগত রাতে ৩ নং লাউডোব ইউনিয়নের লাউডোব পশ্চিম পাড়া গ্রামের প্রফুল্ল কয়াল এর পুত্র মহিম কয়াল (৫০), জিনাদ আলী শেখ এর পুত্র আকরাম শেখ (৪৮), নুরআলী শেখ এর পুত্র মাসুদ শেখ (২৮) ও মাসুদ শেখ এর স্ত্রী নাসমিন শেখ(২২) নামের একটি সংঘবদ্ধ চক্র লাউডোব পশ্চিম পাডা গ্রামের বাড়ীর পাশে ফাঁকা জায়গায় অবৈধভাবে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষক বিক্রির আলাপ করছিল।

এমন সময় ঐ স্হানে হঠাৎ উপস্থিত হয় দাকোপ থানা পুলিশের এস আই বিজয় কৃষ্ণ কর্মকার, আজমীর হোসেন, সহ কনস্টেবল হেলালুর রহমান, মোল্লা নাইমুর,ও বিশ্বজিৎ। ঘটনা স্হলে থেকে একটি জীবিত ১৪. ৫ ইঞ্জি লম্বা তক্ষক সাপ সহ হাতেনাতে মহিম কয়ালকে আটক করে। পরে আকরাম, মাসুম, ও নাসমিন এ ৩ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে সক্ষম হয়। পরবর্তীতে থানায় এসে ধৃত মহিম কয়াল কে জিজ্ঞাসাবাদ করলে সে পলাতক ঐ তিন জন আসামির নামে বলে তারা এ তক্ষক সাপ পাচার চক্রের সক্রিয় সদস্যছিল।

থানায় একটি নিষিদ্ধ বন্যপ্রানী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৪ জনকে আসামী করে ধৃত মহিম কয়ালকে জেল হাজতে পাঠানো হয়েছে এব্যাপারে দাকোপ থানা পুলিশ ইনচার্জ উজ্জ্বল কুমার দক্ত বলেন আসামী দের বিরুদ্ধে নিষিদ্ধ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো ও এধরণের অবৈধ পাচারকারী চক্রের বিরুদ্ধে এমন ধরনের অভিযান অব্যহত থাকবে।

ট্যাগ :

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

দাকোপ থানা পুলিশের অভিযানে তক্ষক সাপ সহ আটক ১ জন

আপডেট সময় : ০২:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

দাকোপ উপজেলায় লাউডোব পশ্চিম পাড়া গ্রাম থেকে থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসাপ বিক্রির সময় হাতে নাতে ১ জন আটক। অতপর সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য পালাতক রয়েছে।

দাকোপ থানা পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮জুলাই দিবাগত রাতে ৩ নং লাউডোব ইউনিয়নের লাউডোব পশ্চিম পাড়া গ্রামের প্রফুল্ল কয়াল এর পুত্র মহিম কয়াল (৫০), জিনাদ আলী শেখ এর পুত্র আকরাম শেখ (৪৮), নুরআলী শেখ এর পুত্র মাসুদ শেখ (২৮) ও মাসুদ শেখ এর স্ত্রী নাসমিন শেখ(২২) নামের একটি সংঘবদ্ধ চক্র লাউডোব পশ্চিম পাডা গ্রামের বাড়ীর পাশে ফাঁকা জায়গায় অবৈধভাবে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষক বিক্রির আলাপ করছিল।

এমন সময় ঐ স্হানে হঠাৎ উপস্থিত হয় দাকোপ থানা পুলিশের এস আই বিজয় কৃষ্ণ কর্মকার, আজমীর হোসেন, সহ কনস্টেবল হেলালুর রহমান, মোল্লা নাইমুর,ও বিশ্বজিৎ। ঘটনা স্হলে থেকে একটি জীবিত ১৪. ৫ ইঞ্জি লম্বা তক্ষক সাপ সহ হাতেনাতে মহিম কয়ালকে আটক করে। পরে আকরাম, মাসুম, ও নাসমিন এ ৩ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে সক্ষম হয়। পরবর্তীতে থানায় এসে ধৃত মহিম কয়াল কে জিজ্ঞাসাবাদ করলে সে পলাতক ঐ তিন জন আসামির নামে বলে তারা এ তক্ষক সাপ পাচার চক্রের সক্রিয় সদস্যছিল।

থানায় একটি নিষিদ্ধ বন্যপ্রানী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৪ জনকে আসামী করে ধৃত মহিম কয়ালকে জেল হাজতে পাঠানো হয়েছে এব্যাপারে দাকোপ থানা পুলিশ ইনচার্জ উজ্জ্বল কুমার দক্ত বলেন আসামী দের বিরুদ্ধে নিষিদ্ধ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো ও এধরণের অবৈধ পাচারকারী চক্রের বিরুদ্ধে এমন ধরনের অভিযান অব্যহত থাকবে।