ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তিলডাঙ্গায় দিনভর গনসংযোগে আবুল হোসেন

  • মোঃ রহমত আলী
  • আপডেট সময় : ১২:০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৬৮ খবরটি দেখা হয়েছে



আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে সাম্ভব্য চেয়ারম্যান প্রার্থী দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন উপজেলার তিলডাঙ্গায় দিনভর গনসংযোগ ও পথসভায় বক্তৃতা করেন।
সোমবার সকালে তিনি চালনা পৌর এলাকায় কয়েকটি সভায় যোগদান শেষে বটবুনিয়া বাজারে প্রচেষ্টা মহিলা উন্নয়ন সমবায় সমিতি আয়োজিত এক নারী সমাবেশে বক্তৃতা করেন। এরপর তিলডাঙ্গার নলডাঙ্গা বাজার এলাকায় ব্যাপক গনসংযোগ করেন। এরপর তিনি কামিনাবাসিয়া তেতুলতলা এলাকায় গনসংযোগ ও মত বিনিময় সভা করেন। সন্ধ্যায় তিনি কামিনিবাসীয়া রাশখোলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে রাধা গোবিন্দরে অনুষ্ঠিত ১৬ প্রহরব্যাপী ৩১ তম নামযঞ্জে অংশ গ্রহন করেন। তিনি আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতার জন্য সকলের দোয়া আশির্বাদ ও সমর্থন কামনা করেন। এ সময় তার সাথে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, আওয়ামিলীগনেতা স্বপন কুমার সরকার, নিত্যুরঞ্জন কবিরাজ, কালীদাস সরদার, আঃ গফুর সানা, আজগর হোসেন ছাব্বির, সেলিম গাজী, মনিমোহন মন্ডল, রতন কুমার মন্ডল, নিহার রঞ্জন সরদার, রাশেদুল ইসলাম বাবু, নীলকমল সরদার, দ্বীনবন্ধু সরদার, রুমান আহমেদ, সুরথ গোলদার, মোশারফ হোসেন, বিজলী মন্ডল, চঞ্চলা মন্ডল, কংকন সানা, কান্তরাম বালা, অসীম রায়, তন্ময় বাছাড়, মনোজ সানা, গোবিন্দ রায়, নান্টু মন্ডল, অনুপম আদিত্য সরকার, পরিতোষ ঘরামী, দীপক মন্ডল, সুবোধ মন্ডল, কৃষ্ণপদ সরদার, ক্ষিতিশ গোলদার, অনিমা রায়, কনিকা রায়, জগবন্ধু সরদার, তপন হালদার, কর্নধর মন্ডল, ভোলানাথ মন্ডল, ডাঃ শচীন্দ্রনাথ গাইন, রবীন মন্ডল, মদন গোলদার, শিবপদ মন্ডল, পবিত্র মন্ডল, দিলীপ মন্ডল, জাহাঙ্গীর শেখ প্রমুখ।

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

তিলডাঙ্গায় দিনভর গনসংযোগে আবুল হোসেন

আপডেট সময় : ১২:০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪



আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে সাম্ভব্য চেয়ারম্যান প্রার্থী দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন উপজেলার তিলডাঙ্গায় দিনভর গনসংযোগ ও পথসভায় বক্তৃতা করেন।
সোমবার সকালে তিনি চালনা পৌর এলাকায় কয়েকটি সভায় যোগদান শেষে বটবুনিয়া বাজারে প্রচেষ্টা মহিলা উন্নয়ন সমবায় সমিতি আয়োজিত এক নারী সমাবেশে বক্তৃতা করেন। এরপর তিলডাঙ্গার নলডাঙ্গা বাজার এলাকায় ব্যাপক গনসংযোগ করেন। এরপর তিনি কামিনাবাসিয়া তেতুলতলা এলাকায় গনসংযোগ ও মত বিনিময় সভা করেন। সন্ধ্যায় তিনি কামিনিবাসীয়া রাশখোলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে রাধা গোবিন্দরে অনুষ্ঠিত ১৬ প্রহরব্যাপী ৩১ তম নামযঞ্জে অংশ গ্রহন করেন। তিনি আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতার জন্য সকলের দোয়া আশির্বাদ ও সমর্থন কামনা করেন। এ সময় তার সাথে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, আওয়ামিলীগনেতা স্বপন কুমার সরকার, নিত্যুরঞ্জন কবিরাজ, কালীদাস সরদার, আঃ গফুর সানা, আজগর হোসেন ছাব্বির, সেলিম গাজী, মনিমোহন মন্ডল, রতন কুমার মন্ডল, নিহার রঞ্জন সরদার, রাশেদুল ইসলাম বাবু, নীলকমল সরদার, দ্বীনবন্ধু সরদার, রুমান আহমেদ, সুরথ গোলদার, মোশারফ হোসেন, বিজলী মন্ডল, চঞ্চলা মন্ডল, কংকন সানা, কান্তরাম বালা, অসীম রায়, তন্ময় বাছাড়, মনোজ সানা, গোবিন্দ রায়, নান্টু মন্ডল, অনুপম আদিত্য সরকার, পরিতোষ ঘরামী, দীপক মন্ডল, সুবোধ মন্ডল, কৃষ্ণপদ সরদার, ক্ষিতিশ গোলদার, অনিমা রায়, কনিকা রায়, জগবন্ধু সরদার, তপন হালদার, কর্নধর মন্ডল, ভোলানাথ মন্ডল, ডাঃ শচীন্দ্রনাথ গাইন, রবীন মন্ডল, মদন গোলদার, শিবপদ মন্ডল, পবিত্র মন্ডল, দিলীপ মন্ডল, জাহাঙ্গীর শেখ প্রমুখ।