ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুর-ঢাকা নৌ-রুটে সব ধরণের লঞ্চ চলাচল শুরু

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • ৫১ খবরটি দেখা হয়েছে

গত ৪ আগস্ট রোববার কারফিউ জারি হলে চাঁদপুর-ঢাকা নৌ-রুটে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধে হয়ে যায়। দুইদিন বন্ধ থাকার পর আজ আবারও চালু হয়েছে লঞ্চ চলাচল।
মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-বন্দরের ট্যাফিক পরিদর্শক (টিআই) মো. শাহ আলম।
আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাট থেকে সদর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ৭টি লঞ্চ। আর ঢাকা সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুর ঘাটে আসে ৮টি লঞ্চ।
সরেজমিন লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, যাত্রী সংখ্যা খুবই কম। দুবৃত্তরা নৌ থানা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নেই। নৌ-বন্দরে থাকা বিআইডাব্লিউটিএর কর্মচারী ও লঞ্চ মালিক প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।
ট্যাফিক পরিদর্শক (টিআই) মো. শাহ আলম জানান, আজ লঞ্চ চলাচল শুরু হলেও নির্ধারিত সময় ঠিক থাকেনি। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর থেকে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে ৭টি লঞ্চ। রাত ১২টা পর্যন্ত আরও ৩টি ছেড়ে যাবে। আর ঢাকা থেকে এসেছে ৮টি। আরও ৩টিসহ ১১টি লঞ্চ সদরঘাট থেকে আসার কথা রয়েছে।

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

চাঁদপুর-ঢাকা নৌ-রুটে সব ধরণের লঞ্চ চলাচল শুরু

আপডেট সময় : ০১:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

গত ৪ আগস্ট রোববার কারফিউ জারি হলে চাঁদপুর-ঢাকা নৌ-রুটে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধে হয়ে যায়। দুইদিন বন্ধ থাকার পর আজ আবারও চালু হয়েছে লঞ্চ চলাচল।
মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-বন্দরের ট্যাফিক পরিদর্শক (টিআই) মো. শাহ আলম।
আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাট থেকে সদর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ৭টি লঞ্চ। আর ঢাকা সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুর ঘাটে আসে ৮টি লঞ্চ।
সরেজমিন লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, যাত্রী সংখ্যা খুবই কম। দুবৃত্তরা নৌ থানা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নেই। নৌ-বন্দরে থাকা বিআইডাব্লিউটিএর কর্মচারী ও লঞ্চ মালিক প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।
ট্যাফিক পরিদর্শক (টিআই) মো. শাহ আলম জানান, আজ লঞ্চ চলাচল শুরু হলেও নির্ধারিত সময় ঠিক থাকেনি। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর থেকে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে ৭টি লঞ্চ। রাত ১২টা পর্যন্ত আরও ৩টি ছেড়ে যাবে। আর ঢাকা থেকে এসেছে ৮টি। আরও ৩টিসহ ১১টি লঞ্চ সদরঘাট থেকে আসার কথা রয়েছে।