ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কান উৎসবে সিনেমার প্রদর্শনী নিয়ে বিস্ফোরক মন্তব্য নওয়াজুদ্দিনের

বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। চলছে এই উৎসবের ৭৬তম আসর। এবারের আসরে প্রদর্শিত হয়েছে ভারতীয় দুই সিনেমা অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ও কানু বেহেলের ‘আগ্রা’। এর আগে কান উৎসবে প্রদর্শিত হয়েছিল ভারতীয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর নয়টি সিনেমা। সেই নওয়াজুদ্দিন এই উৎসবে সিনেমা প্রদর্শন নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

নওয়াজুদ্দিন মনে করেন, এই চলচ্চিত্র উৎসব নিয়ে মানুষের যে ধারণা, তা ভুল। এই উৎসবে চলচ্চিত্র কীভাবে প্রদর্শন করা হয়, তা তিনি জানান।

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, যে কেউ চাইলেই তাঁর সিনেমা এই উৎসবে প্রদর্শন করতে পারেন। এর জন্য কোনো আনুষ্ঠানিক নির্বাচনের প্রয়োজন নেই। তিনি জানান, হল ভাড়া করে এই উৎসবে সিনেমা প্রদর্শন করা যায়।

কান উৎসব থেকে ফিরে অনেকেই প্রচার করেন, তাঁদের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। বিষয়টা তিনি ভালো চোখে দেখেন না।

উৎসবে মনোনয়নের বাইরে থাকা সিনেমাগুলোর প্রদর্শনী নিয়ে তিনি বলেন, ‘আপনি টাকা দিন, নিজে লালগালিচা বিছিয়ে দিন।

তারপর নিজেদের লোক নিয়ে সেখানে পৌঁছে ছবি তুলুন আর সিনেমাটা দেখান। ফিরে এসে বলুন, আমাদের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।’

নওয়াজুদ্দিন আরও বলেন, এই উৎসবে সিনেমা প্রদর্শন করলে যে সিনেমাটি ভালো হবে, তা কিন্তু নয়। এ ক্ষেত্রে নওয়াজুদ্দিন নিজের সিনেমার উদাহরণ আনেন।

কানে তিনি প্রথমবার গিয়েছিলেন সিনেমা ‘মিস লাভলি’ নিয়ে। সিনেমাটি কানে প্রশংসিত হলেও বক্স অফিসে ফ্লপ সিনেমার তকমা পায়।

ট্যাগ :

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

কান উৎসবে সিনেমার প্রদর্শনী নিয়ে বিস্ফোরক মন্তব্য নওয়াজুদ্দিনের

আপডেট সময় : ১২:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩

বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। চলছে এই উৎসবের ৭৬তম আসর। এবারের আসরে প্রদর্শিত হয়েছে ভারতীয় দুই সিনেমা অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ও কানু বেহেলের ‘আগ্রা’। এর আগে কান উৎসবে প্রদর্শিত হয়েছিল ভারতীয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর নয়টি সিনেমা। সেই নওয়াজুদ্দিন এই উৎসবে সিনেমা প্রদর্শন নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

নওয়াজুদ্দিন মনে করেন, এই চলচ্চিত্র উৎসব নিয়ে মানুষের যে ধারণা, তা ভুল। এই উৎসবে চলচ্চিত্র কীভাবে প্রদর্শন করা হয়, তা তিনি জানান।

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, যে কেউ চাইলেই তাঁর সিনেমা এই উৎসবে প্রদর্শন করতে পারেন। এর জন্য কোনো আনুষ্ঠানিক নির্বাচনের প্রয়োজন নেই। তিনি জানান, হল ভাড়া করে এই উৎসবে সিনেমা প্রদর্শন করা যায়।

কান উৎসব থেকে ফিরে অনেকেই প্রচার করেন, তাঁদের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। বিষয়টা তিনি ভালো চোখে দেখেন না।

উৎসবে মনোনয়নের বাইরে থাকা সিনেমাগুলোর প্রদর্শনী নিয়ে তিনি বলেন, ‘আপনি টাকা দিন, নিজে লালগালিচা বিছিয়ে দিন।

তারপর নিজেদের লোক নিয়ে সেখানে পৌঁছে ছবি তুলুন আর সিনেমাটা দেখান। ফিরে এসে বলুন, আমাদের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।’

নওয়াজুদ্দিন আরও বলেন, এই উৎসবে সিনেমা প্রদর্শন করলে যে সিনেমাটি ভালো হবে, তা কিন্তু নয়। এ ক্ষেত্রে নওয়াজুদ্দিন নিজের সিনেমার উদাহরণ আনেন।

কানে তিনি প্রথমবার গিয়েছিলেন সিনেমা ‘মিস লাভলি’ নিয়ে। সিনেমাটি কানে প্রশংসিত হলেও বক্স অফিসে ফ্লপ সিনেমার তকমা পায়।