ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইসমত আরা ইকবাল: বরিশালে কাউকে বঞ্চিত করা হবে না

জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর স্ত্রী ইসমত আরা ইকবাল বলেন, আমি বরিশালের সব গুচ্ছ গ্রাম ঘুরেছি,সেখানকার সাধারণ মানুষের দুর্ভোগের সীমানেই।

একটু বৃষ্টি এলেই ময়লাপানি আর খাবার পানি এক হয়ে যায়।তারা মানবেতর জীবন যাপন করছে।

বিগত ২৪ বছরে যে উন্নয়ন হয়েছে তার বেশিরভাগই লুটপাট হয়েছে।তিনি আরও বলেন, যারা গরীবের টাকা চুরি-ডাকাতি করে তারা কি মানুষ?আমার স্বামী ইকবাল হোসেন তাপসকে একবার সুযোগ দিন।

তিনি কাউকে চুরি করতে দেবেনা।নিজেও চুরি করবেনা।তিনি পলাশপুর বাসীর কাছে বলেন,আপনাদের এই জমি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ লিখেিয়েছেন।তাঁর প্রতীক লাঙ্গলে ভোটদিলে আপনাদের মঙ্গল হবে ইনশাল্লাহ।

৩ জুন ২০২৩ শনিবার সকালে পলাশপুরে গণ সংযোগ শেষে সাংবাদিকদের সামনে ইসমত আরা ইকবাল এসব কথা বলেন।

তিনি আরও বলেন,বরিশালে কাউকে বঞ্চিত করা হবেনা।সবার পাশে আমরা থাকবো।আপনারা আমার পাশে থাকুন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মরিয়ম আক্তার, মাহামুদা আক্তার ঝুমুর, রুম্পা,সুমী আক্তার, বিনি,মীমসহ প্রমুখ।

ট্যাগ :

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

ইসমত আরা ইকবাল: বরিশালে কাউকে বঞ্চিত করা হবে না

আপডেট সময় : ০৯:০২:১২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর স্ত্রী ইসমত আরা ইকবাল বলেন, আমি বরিশালের সব গুচ্ছ গ্রাম ঘুরেছি,সেখানকার সাধারণ মানুষের দুর্ভোগের সীমানেই।

একটু বৃষ্টি এলেই ময়লাপানি আর খাবার পানি এক হয়ে যায়।তারা মানবেতর জীবন যাপন করছে।

বিগত ২৪ বছরে যে উন্নয়ন হয়েছে তার বেশিরভাগই লুটপাট হয়েছে।তিনি আরও বলেন, যারা গরীবের টাকা চুরি-ডাকাতি করে তারা কি মানুষ?আমার স্বামী ইকবাল হোসেন তাপসকে একবার সুযোগ দিন।

তিনি কাউকে চুরি করতে দেবেনা।নিজেও চুরি করবেনা।তিনি পলাশপুর বাসীর কাছে বলেন,আপনাদের এই জমি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ লিখেিয়েছেন।তাঁর প্রতীক লাঙ্গলে ভোটদিলে আপনাদের মঙ্গল হবে ইনশাল্লাহ।

৩ জুন ২০২৩ শনিবার সকালে পলাশপুরে গণ সংযোগ শেষে সাংবাদিকদের সামনে ইসমত আরা ইকবাল এসব কথা বলেন।

তিনি আরও বলেন,বরিশালে কাউকে বঞ্চিত করা হবেনা।সবার পাশে আমরা থাকবো।আপনারা আমার পাশে থাকুন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মরিয়ম আক্তার, মাহামুদা আক্তার ঝুমুর, রুম্পা,সুমী আক্তার, বিনি,মীমসহ প্রমুখ।